Updated on : 01-08-2017
দ্রত শিল্পায়ন এবং পণ্য পরিবহন সুবিধার জন্য দেশের অভ্যন্তরে ইকনোমিক করিডোর স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ লক্ষে কয়েকটি রুট বিবেচনায় নিয়ে কর্মপরিকল্পনা শুরু করেছে।
ঢাকা থেকে যশোর পর্যন্ত পাঁচটি রুট প্রাথমিক বিবেচনায় নেয়া হয়েছে। এর নাম হবে ঢাকা-যশোর ইকনোমিক করিডোর। প্রথম পর্যায়ে এটিকে মংলা বন্দর এবং সম্প্রসারিত কানেকটিভিটি হিসেবে পায়রা বন্দরের সাথে সংযুক্ত করা হবে।
রোববার রাজধানীর মতিঝিলে বিডার কার্যালয়ে আয়োজিতএক অনুষ্ঠানে সংস্থার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম এসব তথ্য জানান।
সভায় ভারত এবং মালয়েশিয়ার ইকনোমিক করিডোর ঘুরে এসে অভিজ্ঞতা বিনিময় করেন বিডার নির্বাহী সদস্য মোহাম্মদ আলতাফ হোসাইন। তিনি ভারত এবং মালয়েশিয়ার ইকনোমিক করিডোর সম্পর্কে বিস্তারিত তুলে ধরে একটি উপস্থাপনা পেশ করেন।
আমিনুল ইসলাম বলেন,ইকনোমিক করিডোর স্থাপনের বিষয়ে আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছি।এই করিডোরের ব্যাপারে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঢাকা থেকে যশোর যাওয়ার পাঁচটি রুটের প্রস্তাবনা দিয়েছে। তবে এগুলো নিয়ে আরো অনেক কাজ করতে হবে। এক্ষেত্রে নিরাপত্তা,পরিবেশবান্ধব,অর্থনৈতিক ব্যয় এবং কৃষি জমি যেন নষ্ট না হয়,এসব বিষয়ে অব্যশই লক্ষ্য রাখতে হবে। কোন দিক দিয়ে পথ নিলে বেশি সুবিধা হবে,তা বিবেচনায় রেখে এটি করা হবে।
তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী ইতোমধ্যে ইকনোমিক করিডোর স্থাপনের অনুমোদন দিয়েছে। এর প্রেক্ষিতে বিডার লোকজন বিদেশে গিয়ে এ বিষয়ে সরেজমিনে ধারণা নিয়ে এসেছে।এ ধারণা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
ভারত এবং মালয়েশিয়ার করিডোর সম্পর্কে বিডার কর্মকর্তাদের সরেজমিন ধারনা কাজে লাগানো হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, বিডার নির্বাহী সদস্য মোহাম্মদ আলতাফ হোসাইন, পরিচালক মোস্তাফিজুর রহমান এবং উপপরিচালক গাজী একেএম ফজলুল হক গত ১৬ থেকে ২৪ মে পর্যন্ত ভারত এবং মালয়েশিয়ার একাধিক ইকনোমিক করিডোর পরিদর্শন করেন। সেই আলোকে তারা বাংলাদেশে ইকনোমিক করিডোর স্থাপনের বিষয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করে প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করবেন।
সভায় বিডা,বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা),ভূমি মন্ত্রণালয় এবং এডিবির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(সৌজন্যে:বাংলাদেশ সংবাদ সংস্থা )
Title | Category | Created On |
---|---|---|
Regarding participation in the Ambiente-2026 fair to be held in Frankfurt, Germany from February 6-10, 2026 | Trade | 2025-06-19 05:01:47 |
নারী উদ্যোক্তা সমাবেশ পণ্য প্রদর্শনী ও মেলা | Trade | 2025-05-07 05:16:34 |
Canadas Indo-Pacific trade representative arrives today | Trade | 2025-05-04 03:44:54 |
Forex reserves stands at $27.41b: BB | General | 2025-05-01 15:31:20 |
আগামী ২০-২২ মে, ২০২৫ সময়ে পর্তুগালে অনুষ্ঠেয় "5th Intertex Portugal" শীর্ষক মেলায় অংশগ্রহণ প্রসঙ্গে | Trade | 2025-04-30 05:20:02 |